[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মেহেরপুরে বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক, ১৭ বাংলাদেশিকে হস্তান্তর

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি মেহেরপুর

পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশিদের ফেরত দেয় বিএসএফ | ছবি: পদ্মা ট্রিবিউন

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৭ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিভিন্ন সময় ভারতে অবৈধভাবে পাড়ি দেওয়া এই ১৭ বাংলাদেশিকে হস্তান্তরের সময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানি কমান্ডার তাপস কুমার ঘোষ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর কোম্পানি কমান্ডার ধর্মেন্দ্র কুমার পান্ডে। ১৭ বাংলাদেশির মধ্যে ৩ জন বাগেরহাট, একজন কুড়িগ্রাম, একজন যশোর জেলার এবং বাকি ১২ জন খুলনা জেলার বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের মধ্যে চার শিশুসহ ৫ জন নারী ও ৮ জন পুরুষ। তাঁদের মধ্যে অনেকে কাজের সন্ধানে ২০ থেকে ২৫ বছর আগে ভারতে গিয়েছিলেন বলে জানিয়েছে বিজিবি। বাংলা ভাষা ভুলেছেন অনেকে। আবার কারও জন্ম হয়েছে ভারতে।

মেহেরপুরে ১৭ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ | ছবি: পদ্মা ট্রিবিউন

হস্তান্তর করা ব্যক্তিদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন