[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রকাশ সংক্রান্ত অভিযোগে গোয়েন্দা তৎপরতা

প্রকাশঃ
অ+ অ-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’| গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশ সংক্রান্ত দুর্নীতি অভিযোগের তদন্তে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ রোববার এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।

২০১২ সালে প্রকাশিত এই বইটি মূলত বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের প্রথম পর্বের ঘটনাবলী অন্তর্ভুক্ত করেছিল। বইটি প্রকাশের সময় সম্পাদক ও প্রকাশকরা জানিয়েছিলেন, আত্মজীবনীর লেখা শুরু হয় ১৯৬৬ থেকে ১৯৬৯ সালের মধ্যে, যখন বঙ্গবন্ধু কারাগারে ছিলেন। এর পাশাপাশি বইটিতে তিনি আরও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয় তুলে ধরেছেন। এই প্রকাশনার সাথে জড়িত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক এবং সাংবাদিকদের একটি দল। 

সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই আত্মজীবনী মূলত জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে থাকা ১২৩ সদস্যের একটি দলের লেখা। বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পেয়েছেন।

মহাপরিচালক আক্তার হোসেন জানান, অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন