[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বৃষ্টি থাকবে আরও কয়েক দিন

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ভিজেই রিকশা চালাচ্ছেন প্রবীণ ব্যক্তি।  সিলেট শাহজালাল উপশহর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন   

বর্ষার শেষদিকে এসে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে রাজধানীসহ সারা দেশে বৃষ্টির প্রবণতা আরও তিন-চার দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার রাতে ঢাকায় এক দফা ভারি বৃষ্টির পর সোমবার সকাল থেকে আকাশ ছিল মেঘলা। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। রাতের বৃষ্টিতে রাজধানীর কিছু এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ‘সোমবার ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ভারি বৃষ্টির মধ্যে পড়ে।’

তিনি বলেন, ‘আগামী তিন-চার দিন দেশের প্রায় সব অঞ্চলে এ ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও হালকা, কোথাও মাঝারি বা ভারি বৃষ্টিও হতে পারে। দিনে এক-দুবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ‘ভারি’ এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে ‘অতি ভারি বৃষ্টিপাত’ হিসেবে ধরা হয়।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশির ভাগ এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন