অগাস্টে বন্যার আভাস, সঙ্গে মৃদু তাপপ্রবাহ
জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা
![]() |
ফাইল ছবি |
চলতি আগস্ট মাসে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। মাসব্যাপী আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
রোববার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে মৌসুমী বৃষ্টিপাতের কারণে প্রধান নদ-নদীগুলোর পানি সামগ্রিকভাবে বাড়বে। এতে দেশের কিছু অঞ্চলে বন্যা দেখা দিতে পারে। পাশাপাশি মাসজুড়ে একটি বা দুটি মৌসুমী লঘুচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে, যার একটি নিম্নচাপে রূপ নিতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, দেশের বিভিন্ন স্থানে ৫ থেকে ৬ দিন বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে মাসের গড় তাপমাত্রা দিনে ও রাতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি (প্রতিদিন ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) বা অতি ভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এসব অঞ্চলে ভারি বৃষ্টিপাত হতে পারে।
একটি মন্তব্য পোস্ট করুন