[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কিশোরীকে অপহরণের পর বিয়ে, সালিসে বাবাকে পিটিয়ে হত্যা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাউজান

হত্যা | প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে সালিস বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

শনিবার দুপুরে নিহত ব্যক্তির (৫৮) লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিহত ব্যক্তির স্বজনেরা বলেন, গত বুধবার একই এলাকার মুহাম্মদ রিফাত নামের এক তরুণ কয়েকজন সহযোগীকে নিয়ে নিহত ওই ব্যক্তির অষ্টম শ্রেণিপড়ুয়া মেয়েকে অপহরণ করেন। এরপর নোয়াখালীর সুবর্ণচরে নিয়ে তাকে জোরপূর্বক বিয়ে করেন। ওই রাতেই হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করেন ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা। এরপর পুলিশ নোয়াখালীর সুবর্ণচর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এসব নিয়ে শনিবার রাতে উভয় পক্ষ সালিস বৈঠকে বসে। সেখানে স্থানীয় জনপ্রতিনিধিরা স্কুলছাত্রীর কাছে ঘটনা জানতে চান। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে স্কুলছাত্রীর বাবাকে মারধর করা হয়। পরে স্বজনেরা উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাউসার মুহাম্মদ হোসেন বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন