প্রতিনিধি ময়মনসিংহ
![]() |
লাশ | প্রতীকী ছবি |
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের সাত দিন পর কাঁচামাটিয়া নদী থেকে জহুরা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
এর আগে গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার জাটিয়া ইউনিয়নের মাকড়ঝাপ গ্রামের কাঁচামাটিয়া নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন। জহুরা ওই গ্রামের রুস্তম আলী মাস্টারের স্ত্রী।
স্থানীয় মানুষের ভাষ্য, গত ২৬ জুলাই সকাল ছয়টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন জহুরা খাতুন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। জহুরা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত নারীর মানসিক প্রতিবন্ধীর ভাতার কার্ড পাওয়া গেছে। নিখোঁজের পর থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অসাবধানতাবশত পানিতে পড়ে মারা যেতে পারেন।