বৃষ্টি | ফাইল ছবি |
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বেশির ভাগ জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তেও পারে।
শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, এই বৃষ্টির মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে।
আবহাওয়ার সামগ্রিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিত অংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষের আরেকটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
এদিকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে, ২৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়—৮৮ মিলিমিটার।