নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকা | ছবি: পদ্মা ট্রিবিউন |
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪৯ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে ২৫ জন অতিরিক্ত কমিশনার এবং ২৪ জন যুগ্ম কমিশনার রয়েছেন।
বৃহস্পতিবার এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের এনবিআরের বিভিন্ন দফতর থেকে অন্য দফতরে নিয়োগ দেওয়া হয়েছে। বদলি হওয়া অতিরিক্ত কমিশনারদের মধ্যে রয়েছেন— মির্জা সহিদুজ্জামান, প্রমীলা সরকার, শামীমা আক্তার, মো. খায়রুল কবির মিয়া, ড. মো. তাজুল ইসলাম, ড. মো. নেয়ামুল ইসলাম, আবুল আ’লা মো. আমিনুল ইহসান, মো. মুশফিকুর রহমান, নাহিদ নওশাদ মুকুল, মো. শহীদুল ইসলাম, মো. মিলন শেখ, মো. মিনহাজ উদ্দিন পাহলোয়ান, মো. জিয়াউর রহমান খান, মো. রুহুল আমিন, আব্দুল রশীদ মিয়া, সাধন কুমার কুন্ডু, শাকিলা পারভীন, খোজিস্তা আখতার, মো. মাহবুব হাসান, নুসরাত জাহান, মো. বাপ্পী শাহরিয়ার সিদ্দিকী, রাকিবুল হাসান, রাফিয়া সুলতানা, রেজভী আহম্মেদ এবং কামনাশীষ।
যুগ্ম কমিশনারদের মধ্যে রয়েছেন— মো. ছালাউদ্দিন রিপন, শাহীনূর কবির পাভেল, সারমিন আক্তার মজুমদার, হাসনাইন মাহমুদ, জাহাঙ্গীর আলম, মো. সালাউদ্দিন রিজভী, মো. মিজানুর রহমান, মো. পায়েল পাশা, মো. নূর উদ্দিন লিমন, তাহমিনা আক্তার পলি, মো. শাকিল খন্দকার, স্নিগ্ধা বিশ্বাস, লুবনা ইয়াসমীন, মো. নাহিদুন্নবী, মো. খায়রুল আলম, নিতীশ বিশ্বাস, চপল চাকমা, সুশান্ত পাল, মো. রিয়াজুল ইসলাম, মো. পারভেজ রেজা চৌধুরী, অথেলা চৌধুরী, মো. সানোয়ারুল কবির, কাজী ইরাজ ইশতিয়াক এবং ছৈয়দুল আলম।
এনবিআরের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বদলি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া হলেও একসঙ্গে এতজন কর্মকর্তাকে বদলি করাকে ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, বদলি হওয়া অনেক কর্মকর্তা সম্প্রতি এনবিআরের কাঠামোগত সংস্কার এবং চেয়ারম্যানের অপসারণের দাবিতে গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য বা সমর্থক ছিলেন। তাদের অনেকেই সরাসরি আন্দোলনে যুক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
এর আগে একই দাবিতে আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে এনবিআরের ২৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। পাশাপাশি আরও ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান চালাচ্ছে এবং কয়েক জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।