{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

কুষ্টিয়ায় বজ্রপাতে মারা গেল ১২টি মহিষ, ভাসিয়ে দেওয়া হলো পদ্মায়

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি কুষ্টিয়া

কুষ্টিয়া দৌলতপুরে পদ্মার চরে বজ্রপাতে ১২টি মহিষের মৃত্যু হয়েছে। রোববার সকালে | ছবি: ইউএনওর কাছ থেকে সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের পদ্মা নদীর চরে বজ্রপাতে দুই কৃষকের ১২টি মহিষ মারা গেছে। রোববার সকালে চিলমারী ইউনিয়নের প্রত্যন্ত বাংলাবাজার এলাকার পদ্মার চরে এ ঘটনা ঘটে। মহিষগুলো একটি বাথানে পালন করা হচ্ছিল। এতে ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার খুব সকালের দিকে কালো মেঘে ছেয়ে যায় আশপাশের এলাকা। তুমুল বৃষ্টির সঙ্গে মেঘের গর্জন শুরু হয়। একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই একটি বাচ্চাসহ ১২টি মহিষ মারা যায়।

একসঙ্গে এত মহিষ মারা যাওয়ার খবর পেয়ে চরের আশপাশের গ্রামের বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করতে থাকেন।

মহিষমালিক এলাহি ঢালি বলেন, তাঁর ফুফাতো ভাই নবির আলীর ১১টি মহিষ ও তাঁর একটি মহিষ মারা গেছে। তাঁদের বাথানে ২২ জন মালিকের অন্তত ৩০০টি মহিষ আছে। তিনি বলেন, এতগুলো মহিষ পুঁতে রাখা সম্ভব না হওয়ায় পদ্মা নদীতে ভাসিয়ে দিয়েছেন তাঁরা।

ঘটনার বিষয়ে চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। নবির আলীর সবগুলো মহিষ মারা গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।

বিষয়টি নজরে আনা হলে দৌলতপুরের ইউএনও আবদুল হাই সিদ্দিকী বলেন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। সরকারিভাবে কোনো সহায়তা এলে তা ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন