প্রতিনিধি সন্দ্বীপ চট্টগ্রামের সন্দ্বীপের কালীচরের উপকূলে আনা মহিষের পালের মালিকানা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন ভোরের আলো ফুটতেই দেখা যায় মাঠজুড়ে দাঁড়িয়ে আছে ২৮৪টি মহিষ। কালো দেহ আর শিং তুলে দাঁড়িয়ে থাকা প্রাণীগুলো দেখে অবাক হন স্থানীয় লোকজন। চারপাশে গুঞ্জন—কে আনল এত মহিষ? কোথা থেকে এল? উদ্দেশ্যই বা কী? ৪ জুলাই চট্টগ্রামের সন্দ্বীপের কালীরচরে ঘটে এ ঘটনা। ওই দিন বেলা গড়াতেই মহিষের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। কারা এসব মহিষের মালিক—এ নিয়ে কৌতূহল দ্বীপ…