[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে লাশ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-

পদ্মা নদীতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের কদমতলা-সেতারাপাড়া ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, সবুজ রঙের টি-শার্ট পরা লাশটি দুই দিন আগের হতে পারে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে লাশ ভাসতে দেখে বিজিবি সদস্যরা খবর দেন। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেটি সীমান্ত থেকে প্রায় আট কিলোমিটার ভেতরে।

এর আগে, ২ আগস্ট শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঘাটে পদ্মা নদী থেকে শফিকুল ইসলাম ও সেলিম রেজা নামে দুই বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন