[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জনকণ্ঠে অস্থিরতা: বন্ধের ঘোষণা ফেসবুকে, ছাপা সংস্করণ চালু

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

দৈনিক জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়ে পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে। তবে শনিবার পত্রিকাটির ছাপা সংস্করণ যথারীতি প্রকাশিত হচ্ছে বলে জানিয়েছেন অফিসে থাকা সংবাদকর্মীরা।

শুক্রবার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকা কালো রঙে ছাপা হয়েছিল। তার প্রতিবাদে আমরা লাল রঙে আজকের সংখ্যা প্রকাশ করেছি। এ কারণে জুলাই বিপ্লবের পক্ষের সব সাংবাদিককে সম্পাদক শামিমা এ খান চাকরিচ্যুত করেছেন। এই পরিস্থিতি সুরাহা না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। কেউ যদি পত্রিকা প্রকাশ করেন, তবে তা নিজ দায়িত্বে করতে হবে।’

পরে রাতে আরও একটি পোস্টে বলা হয়, জনকণ্ঠকে ‘ফ্যাসিবাদমুক্ত’ করা হয়েছে। আজ ছয় সদস্যের একটি সম্পাদকীয় বোর্ড পত্রিকাটি পরিচালনা করবে। বোর্ডে থাকবেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একজন করে প্রতিনিধি, পাশাপাশি জয়নাল আবেদীন শিশির, সাবরিনা বিনতে আহমদ, ইসরাফিল ফরাজী ও মির জসিম।

এদিকে জনকণ্ঠ অফিসে থাকা কর্মীরা জানান, পত্রিকার অনলাইন প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ এখন বরখাস্ত হওয়া কিছু কর্মীর হাতে। তাঁরাই এসব পোস্ট দিচ্ছেন এবং প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নিয়েছেন। অন্যদিকে ভেতরে রয়েছেন প্রায় ৩০ জন সংবাদকর্মী, যাঁরা নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন