[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নতুন আপদের নাম ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, সংখ্যালঘু সম্প্রদায় ও মুক্তচিন্তার মানুষের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে সুন্দর পৃথিবীর স্বপ্ন ও মুক্তচিন্তা পরিষদ বাংলাদেশ। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন

‘মব সন্ত্রাস’ জাতীয় জীবনে নতুন আপদ হিসেবে আবির্ভূত হয়েছে মন্তব্য করে একটি সমাবেশে বক্তারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের এখন প্রধান কাজ ‘মব’ বন্ধ করা। এটা বন্ধ করা না গেলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, সংখ্যালঘু সম্প্রদায় ও মুক্তচিন্তার মানুষের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। এ কর্মসূচির আয়োজন করে ‘সুন্দর পৃথিবীর স্বপ্ন’ ও ‘মুক্তচিন্তা পরিষদ বাংলাদেশ’ নামের দুটি সংগঠন।

সমাবেশ থেকে ভিত্তিহীন মামলায় লালমনিরহাটের পরেশ চন্দ্র শীল ও তাঁর ছেলে বিশু চন্দ্র শীল এবং রাজবাড়ীর আহম্মদ আলীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে বেআইনিভাবে কারাবন্দী ব্যক্তিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। এ ছাড়া সমাবেশ থেকে কুমিল্লা, ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নারী নির্যাতন ও ধর্ষণের বিচার নিশ্চিত এবং দেশব্যাপী লাগাতার সাম্প্রদায়িক হামলা ও মব সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সেই সঙ্গে মৌলবাদের আস্ফালনের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য দেশ ও জাতির প্রতি আহ্বান জানানো হয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ‘সুন্দর পৃথিবীর স্বপ্ন’-এর প্রধান উপদেষ্টা মুজিব রহমান বলেন, ‘এখন একটি নতুন আপদের নাম মব সন্ত্রাস। সারা দেশে আজ মব আতঙ্ক। আমি সরকারের কাছে আহ্বান জানাব, সরকারের এখন প্রধান কাজ মব বন্ধ করা, মানুষের আইনের অধিকার নিশ্চিত করা, বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা।’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আওয়ামী শাসনামলের চেয়ে বেশি শোষণ করছেন বলে অভিযোগ করেন ‘সুন্দর পৃথিবীর স্বপ্ন’-এর উপদেষ্টা মিজান হাকিম। তিনি বলেন, ‘হত্যা, খুন, ধর্ষণ, চাঁদাবাজিসহ এমন কী নেই, যা এ সময়ে হয়নি।’ এসব বন্ধ করার দাবি জানান তিনি।

সংগঠনটির শিক্ষাবিষয়ক সম্পাদক এলিজা রহমান বলেন, ‘এখন বাংলাদেশ যেভাবে চলছে, এভাবে আমরা একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছি, এভাবে চলতে থাকলে আমরা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হব। এভাবে চলতে পারে না, এসব বন্ধ করতে হবে।’

অনুষ্ঠানে ‘সুন্দর পৃথিবীর স্বপ্ন’-এর সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির বিজ্ঞানবিষয়ক সম্পাদক ফরহাদ ইবনে ইকবাল, সমাজকল্যাণ সম্পাদক মুশফিকুল ইসলাম শিমুল, মুক্তচিন্তা পরিষদ-বাংলাদেশের উপদেষ্টা হারুন-উর রশিদ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অলক চৌধুরীসহ আরও অনেকে। সমাবেশ সঞ্চালনা করেন মুক্তচিন্তা পরিষদ-বাংলাদেশের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সাদী।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন