[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতির মৃত্যু, উদ্ধার মরদেহ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি শেরপুর

শেরপুরের নালিতাবাড়ীর সীমান্ত এলাকায় এভাবে পড়ে ছিল বন্য হাতিটির মরদেহ। আজ সকালে উপজেলার কাটাবাড়ি এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। আনুমানিক ১৫-১৬ বছর বয়সী পুরুষ হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

আজ শনিবার সকালে উপজেলার কাটাবাড়ি জঙ্গল থেকে হাতির মরদেহটি উদ্ধার করেন মধুটিলা রেঞ্জের কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছেন মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্য হাতির আক্রমণ থেকে ফসল ও ঘরবাড়ি রক্ষার জন্য স্থানীয় বাসিন্দারা বৈদ্যুতিক বাতির সংযোগ দিয়ে সীমান্ত এলাকায় নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন। এতে হাতির দল আলো দেখে ভয়ে লোকালয় ও ফসলি মাঠে প্রবেশ এড়িয়ে চলে। গতকাল রাতে নাকুগাঁও সীমান্ত হয়ে উত্তর কাটাবাড়ি এলাকায় ৮-১০টি হাতির একটি দল ঢুকে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় একটি হাতি এ ধরনের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়।

রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, হাতিটি বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন