প্রতিনিধি চট্টগ্রাম
![]() |
এসএসসির ফল দেখছে দুই শিক্ষার্থী। আজ দুপুর দুইটায় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে | ছবি: পদ্মা ট্রিবিউন |
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭২ দশমিক শূন্য ৭ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন। গতবারের তুলনায় পাসের হার কমলেও জিপিএ–৫ বেড়েছে। গতবার পাসের হার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ–৫ পেয়েছিল ১০ হাজার ৮২৩ জন।
আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়া কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪১ হাজার ৩৩ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন। ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ৯৩ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ১৯ শতাংশ।
![]() |
ভালো ফলাফলে উচ্ছ্বাসে মেতেছে শিক্ষার্থীরা। আজ দুপুর সোয়া দুইটায় চট্টগ্রামে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন |
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম নগরে পাসের হার ৮১ দশমিক শূন্য ৩ শতাংশ। আর নগর বাদে জেলায় পাসের হার ৭১ দশমিক ২৯ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৫৬ দশমিক ৫৫ শতাংশ, খাগড়াছড়িতে ৬০ দশমিক ৭৭ ও বান্দরবানে ৬৩ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে কক্সবাজার জেলায় পাসের হার ৭০ দশমিক ৭৬ শতাংশ।
বিভাগ হিসেবে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৫৪ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার ৫৫ দশমিক শূন্য ২ শতাংশ।