[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জেলা প্রশাসক আসবেন, তাই রাতারাতি স্কুলের মাঠ নষ্ট করে তৈরি হলো রাস্তা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি আনোয়ারা

চট্টগ্রামের বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠ নষ্ট করে তৈরি হয় রাস্তা | ছবি: পদ্মা ট্রিবিউন

জেলা প্রশাসক আসবেন বলে রাতারাতি একটি বিদ্যালয়ের মাঠ নষ্ট করে তৈরি করা হয়েছে রাস্তা। চট্টগ্রামের বাঁশখালীতে এমন ঘটনা ঘটেছে। জেলা প্রশাসকের গাড়ি যাতে সরাসরি বিদ্যালয় ভবন পর্যন্ত আসতে পারে, সে কারণে উপজেলা প্রশাসন রাতের আঁধারে শ্রমিকদের দিয়ে কাজটি করিয়েছে বলে বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন।  

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম মঙ্গলবার বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সফরে যান। বিদ্যালয়টিতে জয়িতা কর্নার ও ভেন্ডিং মেশিন উদ্বোধন করেন। আর জেলা প্রশাসক আসবেন বলে সোমবার রাতে তড়িঘড়ি করে বিদ্যালয়ের প্রধান ফটক থেকে মাঠের বুক চিরে এ রাস্তা নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

রাতের বেলায় কাজটি হওয়ায় অনেক শিক্ষক ও শিক্ষার্থী বিষয়টি জানতে পারেননি। মঙ্গলবার স্কুলে গিয়ে জানতে পারেন তাঁরা। রাস্তাটির কারণে বিদ্যালয়ের খেলার মাঠের একটি অংশ নষ্ট হয়ে গেছে।

৩০ জন শ্রমিক নিয়োগ করে রাস্তাটি নির্মাণ করা হয় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন। এই কাজের জন্য কোনো দরপত্রপ্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ রয়েছে। তবে রাস্তা নির্মাণে কত খরচ হয়েছে এবং কোন প্রক্রিয়ায় এটি নির্মাণ করা হয়েছে, জানতে একাধিকবার বাঁশখালী উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলমকে।  

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ বলেন, ‘আমরা বছরখানেক আগে বিদ্যালয়ের ভেতরে রাস্তা সংস্কারের জন্য আবেদন করেছিলাম। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে রাস্তাটি করা হয়েছে বলে জানতে পেরেছি।’ তিনি আরও বলেন, রাস্তাটি অস্থায়ী এবং এটির ইট তুলে ফেলা হবে। এরপর রাস্তা মাঠের অন্য পাশে হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন