[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ছাত্রশিবিরের অবস্থান কর্মসূচির পর রাকসু নির্বাচনের তফসিলের তারিখ ঘোষণা

প্রকাশঃ
অ+ অ-

রাজশাহী বিশ্ববিদ্যালয় | ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ২৮ জুলাই ঘোষণা করা হবে। আজ বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে তফসিল ঘোষণার দাবিতে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। তফসিলের তারিখ ঘোষণার পর কর্মসূচি স্থগিত করে সংগঠনটি।

রাকসু নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সিদ্ধান্তক্রমে ২৮ জুলাই বেলা তিনটায় সিনেট ভবনে তফসিল ঘোষণা করা হবে। ওই ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তফসিল পাওয়া যাবে।

এর আগে বিকেল চারটার দিকে তফসিল ঘোষণার দাবিতে রাকসু ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ইসলামী ছাত্রশিবির। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা।

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘নির্বাচন কমিশনারের আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করছি। তফসিল ঘোষণার দিন আমরা সিনেট ভবনের সামনে অবস্থান করব।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন