[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সজীব ভুঁইয়া লিখলেন, ‘জুলাইয়ে শহীদ হতে না পারাটা আফসোস’

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া |  ফাইল ছবি

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সেখানে তিনি লিখেছেন, 'জুলাইয়ে শহীদ হতে না পারাটা আমার জন্য আফসোস।'

স্ট্যাটাসে সজীব ভুঁইয়া জানান, গত বছরের জুলাই মাসে তাদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে জনগণ সেই নির্দেশদাতার কী পরিণতি করেছে, তা সবার জানা বলেও উল্লেখ করেন তিনি।

তিনি লিখেছেন, '৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। যদি আবার সে সুযোগ আসে, পিছপা হব না।' 

তার ভাষায়, 'জুলাই মাস বিপ্লবীদের জন্য কেবল সময় নয়, এটি আত্মত্যাগের প্রতীক। লক্ষ তরুণকে এই মাস প্রেরণা দিয়েছে।' 

স্ট্যাটাসে সজীব ভুঁইয়া আরও লিখেছেন, 'আমি বা আমরা না থাকলেও কিছু যায় আসে না। আমাদের লক্ষ্য একটি শক্তিশালী, সার্বভৌম বাংলাদেশ। সেই পথে বিপ্লবীদের যাত্রা থামবে না।' 

স্ট্যাটাসের এক জায়গায় তিনি অতীতের সহিংস পরিস্থিতির ইঙ্গিত দিয়ে লেখেন, 'একটারে মারি, একটাই যায়; বাকিডি যায় না স্যার। ভুলে গেছেন?'- এই বাক্যটিকে অনেকে প্রতীকী মনে করছেন, যা গত বছরের ব্যর্থ দমন অভিযানের দিকে ইঙ্গিত করে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন