পদ্মা ট্রিবিউন ডেস্ক

যৌন নির্যাতন প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে পেয়ারা খাওয়ানোর কথা বলে বাড়িতে নিয়ে চার বছরের ছেলেশিশুকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটেছে।

শিশুটির স্বজনদের ভাষ্য, গতকাল বিকেলে ওই শিশু মায়ের সঙ্গে বাড়ির পাশে মাঠে যায়। মা মাঠে গরুর জন্য ঘাস কাটছিলেন। শিশুটি বসে পেয়ারা খাচ্ছিল। এ সময় শিশুটিকে আরও পেয়ারা দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে ধর্ষণ করে নাসির উদ্দিন (২০) নামের এক তরুণ। শিশুটি তার মাকে ঘটনাটি জানায়। রাতেই শিশুটিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আদনান বলেন, ‘চার বছরের ছেলে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে। শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। আমরা শিশুটিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেছি।’

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ‘হাসপাতালের চিকিৎসক আমাকে ঘটনাটি জানিয়েছেন। শিশুটি এখন জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তারপরও পুলিশ অভিযুক্ত তরুণকে আটকের চেষ্টা করছে।’