[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিরাজগঞ্জে সাবেক এমপি মিল্লাত-হেনরীসহ আওয়ামী লীগের ৫১ জনের নামে মামলা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি সিরাজগঞ্জ

হাবিবে মিল্লাত ও জান্নাত আর হেনরি | ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে দেড় বছর আগের হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক দুই সংসদ সদস্যসহ (এমপি) আওয়ামী লীগের ৫১ নেতা–কর্মীর নামে মামলা হয়েছে। এ ছাড়া ওই মামলায় আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাঁতী মহল্লার আবদুর রহিম সদর থানায় মামলাটি করেন। তিনি গণ অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক। মামলার বিষয়টি জানাজানি হয় বুধবার।

মামলার আসামিরা হলেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক এমপি হাবিবে মিল্লাত ও জান্নাত আরা হেনরী, জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী, সহসভাপতি ও সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আবদুর রউফ, বিমল কুমার দাস, সাধারণ সম্পাদক আবদুস সামাদ, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোমানা রেশমা, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবীদুল ইসলাম, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম রেজা।

মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বিকেলে গণ অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবদুর রহিমের বাড়িতে আসামিরা প্রবেশ করেন। এ সময় বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়। এ সময় আসামিরা আবদুর রহিমকে মারধর করে আহত করে থানায় সোপর্দ করেন। এরপর একটি মিথ্যা মামলা দিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।

আবদুর রহিমের দাবি, ঘটনার সময় আসামিদের ভয়ে তাঁরা মামলা করতে পারেননি।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন