পদ্মা ট্রিবিউন ডেস্ক
![]() |
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের সামনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আজ সোমবার | ছবি: পদ্মা ট্রিবিউন |
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের সামনে ও ওয়াপদা ফটকে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও অনুমোদিত রেলগেট নির্মাণের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ আন্দোলন শুরু হয়। এর ফলে ঢাকা-লালমনিরহাট ও সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে লালমনিরহাট থেকে ছেড়ে আসা টুয়েন্টি ডাউন মেইল ট্রেনটি বগুড়া রেলস্টেশনে এবং সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি অপর পাশে আটকা পড়ে।
শিক্ষার্থীরা জানান, কলেজ ক্যাম্পাসের সামনে ও ওয়াপদা ফটকে থাকা অরক্ষিত রেলক্রসিংগুলো দীর্ঘদিন ধরে প্রাণঘাতী ঝুঁকির সৃষ্টি করছে। এসব স্থানে গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ৬ জুলাই বিকেলে ওয়াপদা ফটকে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব হোসাইন মোস্তাকিম নিহত হন। ঘটনার দিন খেলাধুলা শেষে মোটরসাইকেলে ক্যাম্পাস থেকে ফেরার পথে ওয়াপদা ফটকের অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় তাঁর মোটরসাইকেল আটকে যায়। এ সময় সান্তাহার থেকে ছেড়ে আসা বোনারপাড়াগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
![]() |
প্রায় তিন ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
শিক্ষার্থীরা বলেন, এর আগেও তাঁরা মানববন্ধন, অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদানের মতো শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।
আন্দোলনরত শিক্ষার্থী ও বগুড়াস্থ জয়পুরহাট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন বলেন, সরকারি আজিজুল হক কলেজে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী পড়ালেখা করেন। প্রতিদিন হাজারো শিক্ষার্থী প্রাণের ঝুঁকি নিয়ে রেলক্রসিং পার হয়ে কলেজে যাতায়াত করছেন। অথচ কর্তৃপক্ষ এখনো গেটম্যান নিয়োগে কোনো উদ্যোগ নেয়নি। এখন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বগুড়া রেলওয়ে স্টেশনমাস্টার সাজেদুর রহমান বলেন, শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে সরকারি আজিজুল হক কলেজের সামনে রেলপথ অবরোধ করেছেন। এতে লালমনিরহাট থেকে ছেড়ে আসা টুয়েন্টি ডাউন মেইল ট্রেন বগুড়া স্টেশনে এবং সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন অপর পাশে আটকা পড়েছে।
রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম বলেন, বগুড়া-সান্তাহার রেলপথে অন্তত ১০টি অনুমোদনহীন লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে আজিজুল হক কলেজ ক্যাম্পাস ও ওয়াপদা ফটকের দুটি রয়েছে। প্রতিটি ক্রসিংয়ে গেটম্যান, বিশ্রামাগার ও বেরিয়ার দরকার। বিষয়টি মন্ত্রণালয়ের অনুমোদন ও সময়সাপেক্ষ। শিক্ষার্থীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। আপাতত কলেজ চলাকালে অস্থায়ী ভিত্তিতে একজন করে গেটম্যান নিয়োগের প্রস্তাব দেওয়া হবে।