নিজস্ব প্রতিবেদক ঢাকা

কোনো যুক্তিতে ‘মব সন্ত্রাসকে’ অনুমোদন করা যাবে না বলে সতর্ক করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি মনে করে, দলীয় বা রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে ‘মব সন্ত্রাসের’ হোতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আজ শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ফরিদপুরে ব্যবসায়ী এ কে আজাদের বাড়িতে গিয়ে চড়াও হওয়া ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতিতে সাইফুল হক বলেন, ‘যে যুক্তিতে তাঁর বাড়িতে বিএনপির নেতা–কর্মীরা চড়াও হয়েছে, তা উদ্ভট ও হাস্যকর। আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের সময় একই রকম অভিযোগ তুলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা–কর্মীদের বাড়িতে হামলা করত। এসব কর্মকাণ্ড সন্ত্রাসী তৎপরতা ছাড়া আর কিছু নয়।’

চট্টগ্রামের পটিয়া ও লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা, আক্রমণ ও আসামি ছিনিয়ে নেওয়াকে সন্ত্রাসী তৎপরতা আখ্যায়িত করে সাইফুল হক বলেন, এই ধারা চলতে দিলে বিদ্যমান সামাজিক নৈরাজ্য দ্রুত রাজনৈতিক নৈরাজ্যের চেহারা নেবে।

দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন সাইফুল হক। তিনি বলেন, ‘মব সন্ত্রাসের কথা বলেও এসব তৎপরতা আড়াল করা যাবে না। গত ১১ মাসে “মব জাস্টিস”–এর নামে অসংখ্য সন্ত্রাসী ঘটনা ঘটানো হয়েছে। অনেক ঘটনার সঙ্গে সরকারের বিভিন্ন অংশের ইন্ধন জোগানোর মতো গুরুতর অভিযোগও রয়েছে।’

বিবৃতিতে মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ জোরদারের আহ্বান জানান সাইফুল হক।