[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রামে আশুরা: তাজিয়া মিছিলে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমের ঢেউ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি চট্টগ্রাম

পবিত্র আশুরা উপলক্ষে বের করা হয় তাজিয়া মিছিল। এ সময় ‘হায় হোসেন হায় হোসেন’ বলে মাতম করেন অংশগ্রহণকারীরা। আজ দুপুরে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

কালো পোশাক পরে খালি পায়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম করতে করতে চট্টগ্রামে বের করা হয়েছে তাজিয়া মিছিল। পবিত্র আশুরা উপলক্ষে আজ রোববার বেলা সাড়ে ১১টায় সদরঘাট হোসাইনিয়া ইমামবারগাহ থেকে মিছিলটি বের হয়। মিছিলে শতাধিক শিয়া সম্প্রদায়ের অনুসারী অংশ নেন।

ঐতিহাসিক এ মিছিলের নেতৃত্ব দেন হুজ্জাতুল ইসলাম মাওলানা আমজাদ হোসেন। এর আগে সকালে বিশাল মাসায়েব মজলিশ অনুষ্ঠিত হয় সদরঘাট হোসাইনিয়া ইমামবারগাহে। মাসায়েব মজলিশে ইয়াজিদি বাহিনীর হাতে হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর সঙ্গীদের নির্মম হত্যাকাণ্ডের মর্মস্পর্শী বর্ণনা তুলে ধরেন পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন।

স্মরণ করা হয় কারবালায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। ‘ইয়া হোসেন ইয়া হোসেন’ বলে বুক চাপড়ে মাতম করতে থাকেন আবেগাপ্লুত মুসল্লিরা। পেশ ইমামের বক্তব্য শেষ হতে না হতেই হাত তুলে স্লোগান দিতে থাকেন সবাই। এরপর খালি পায়ে শত শত নারী পুরুষ শিশু কিশোর রাস্তায় নামেন।

পবিত্র আশুরা উপলক্ষে বের করা হয় তাজিয়া মিছিল। এ সময় ‘হায় হোসেন হায় হোসেন’ বলে মাতম করেন অংশগ্রহণকারীরা। আজ দুপুরে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

মুসলিম উম্মাহকে কারবালার ইতিহাস স্মরণ করিয়ে দিতে যুগ যুগ ধরে তাজিয়া মিছিল বের করেন শিয়া মতাবলম্বীরা। এ সময় বুক চাপড়ে সমবেতভাবে মর্সিয়া গাইতে থাকেন তাঁরা। মর্সিয়া জুলুসটি কালীবাড়ি রোড হয়ে নিউমার্কেট পৌঁছালে সেখানে পথচারীদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন মাওলানা আমজাদ হোসাইন।

আমজাদ হোসাইন বলেন, কারবালার আত্মত্যাগ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বন্ধ করতে হবে নিজেদের মধ্যে হানাহানি। বর্তমান বিশ্বে পবিত্র ধর্ম ইসলামকে কলঙ্কিত করার জন্য যেসব জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী ইসলামের নামে মানুষ হত্যাসহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

শোকমিছিলটি নগরের নিউমার্কেট, জিপিও, কোতোয়ালি মোড় ঘুরে আবার সদরঘাট ইমামবারগাহে ফিরে আসে। এদিকে বিকেলে নগরের পাহাড়তলীতে অপর একটি তাজিয়া মিছিল বের করার কথা রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন