বাংলা একাডেমি সংস্কারে কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
| বাংলা একাডেমি | ছবি: সংগৃহীত |
বাংলা একাডেমির কার্যক্রমে সময়োপযোগী গুণগত পরিবর্তন ও সংস্কারের জন্য লেখক, গবেষক ও অনুবাদক ফয়জুল লতিফ চৌধুরীকে সভাপতি করে ১৯ সদস্যের কমিটি গঠন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এ কমিটির সদস্যসচিব হিসেবে কাজ করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
সোমবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কমিটি বাংলা একাডেমির আইন, প্রবিধানমালা, কাঠামো, কার্যক্রম ইত্যাদি পর্যালোচনা করে সামঞ্জস্যপূর্ণ সুপারিশ করবে। কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন দৈনিক যুগান্তর–এর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক সুমন রহমান, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, কবি ব্রাত্য রাইসু, কবি ও চিত্রপরিচালক মোহাম্মদ রোমেল, বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, অধ্যাপক আ আল মামুন, কবি সাখাওয়াত টিপু, লেখক রিফাত হাসান, সাংবাদিক এহসান মাহমুদ, কবি ও সাংবাদিক কাজী জেসিন, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল, লেখক ও অনুবাদক জাভেদ হুসেন এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের গবেষণাবিশেষজ্ঞ সহুল আহমদ মুন্না। কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে।

Comments
Comments