[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিএনপির গ্রেপ্তার দাবিতে কর্মসূচির পর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি সীতাকুণ্ড

গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মনির আহমদ ছবি: পুলিশের সৌজন্যে

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমদকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে তাঁকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছিল ইউনিয়ন বিএনপি। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে এই মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা।

মনির আহমদকে গ্রেপ্তারের বিষয়টি পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান নিশ্চিত করেছেন। তিনি বলেন, মনির আহমদকে সীতাকুণ্ড থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

গতকাল ওই ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আরমান ও সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয়, বিনা ভোটে নির্বাচিত পলাতক স্বৈরাচারের দোসর ইউপি চেয়ারম্যান ও সদস্যদের গ্রেপ্তারের দাবিতে আজ বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির অন্যান্য ইউনিটের সঙ্গে যুবদলের সব নেতা-কর্মীকে কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জানতে চাইলে সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী বলেন, মনির আহমদ গ্রেপ্তার হলেও ইউপি সদস্যদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির কর্মসূচি রয়েছে। আজ বেলা তিনটায় ইউনিয়ন পরিষদ মাঠে বিক্ষোভ সমাবেশ এবং মহাসড়কে বিক্ষোভ মিছিল করা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন