[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সচিবালয়ের লাঠিচার্জের পর জিপিও মোড়ে পুলিশ–শিক্ষার্থী সংঘর্ষ

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জিপিও মোড় এলাকা | ছবি: পদ্মা ট্রিবিউন

লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে সচিবালয়সংলগ্ন জিপিও মোড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয়। কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। শিক্ষার্থীরাও পুলিশের দিকে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা পিছু হটে একদল পুরানা পল্টন মোড়ের দিকে এবং আরেক দল বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের দিকে সরে যান। সন্ধ্যা ছয়টার দিকে শিক্ষার্থীদের একটি অংশকে স্টেডিয়াম এলাকায় অবস্থান নিতে দেখা গেছে।

সংঘর্ষের মধ্যে পুলিশ সদস্যদের দেখা যায়কয়েকজনকে ধরে আনতে। কাউকে আটক করা হয়েছে কি না জানতে চাইলে শাহবাগ থানার ওসি খালেদ মনসুর বলেন, এখনো কাউকে আটক করা হয়নি। তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল শুরু হয়েছে।

কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ধাওয়া দিচ্ছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জিপিও মোড় এলাকা | ছবি: পদ্মা ট্রিবিউন  

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত এবং এর পরিপ্রেক্ষিতে গভীর রাত তিনটার দিকে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয় সরকার। এসব ঘটনার জেরে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে আজ বেলা আড়াইটার দিকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

সংঘর্ষের মধ্যে পুলিশের দিকে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জিপিও মোড় এলাকা | ছবি: পদ্মা ট্রিবিউন  

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাঁরা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের মধ্যে একজনকে ধরে নিয়ে এসেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জিপিও মোড় এলাকা | ছবি: পদ্মা ট্রিবিউন  

বিকেল চারটার দিকে বিক্ষুব্ধ কয়েক শ শিক্ষার্থী সচিবালয়ের ভেতরে ঢোকেন। সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা যায়। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়। এ ঘটনায় আহত অন্তত ৭৫ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সংঘর্ষের সময় পুলিশের হাতে আটক এক শিক্ষার্থী। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জিপিও মোড় এলাকা | ছবি: পদ্মা ট্রিবিউন  

আহত শিক্ষার্থীদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সামির নামের একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীদের বেশ কয়েকজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, মো. হাসান, তানভীর, সাকিব, বেরাতুল, রিফাত, আবির মাহমুদ, তানভীর, রিফাত, বিজন, তামিম, ইমন, সিয়াম, মেহেদী, সাদমান, সামিরা, মারুফ, সাকিব, মাহিম, রোহান, হাসিব, সায়েম, জিদান, রায়হান, রোমান, প্রান্ত, মাহিদ অনতু, বিশাল, ইমরান, আহনাদ, মাহি নাঈম, সাফি, স্বাধীন, তাসিন, ইমরান, ধ্রুব, শান্ত, তামিম, তন্ময়, জিসান, আজাহার, শাহেদ খান, জিসান, পারভেজ, নাঈম, নিহান, নাফিজ, ইমাদ, শাহিন। এদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে।

ঢাকা মেডিকেলে মেহবুব ইমন নামের এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, গতকাল সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক–শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনার পর গভীর রাতে হঠাৎ করে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। সে কারণেই শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সব কলেজের শিক্ষার্থীরা মিলে সচিবালয় ঘেরাও করেছিলেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ওপর হামলা চালান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়ার মুখে একপর্যায়ে দুই ভাগ হয়ে যান শিক্ষার্থীরা। তাঁদের একটি দল জিপিও মোড় এলাকায় গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন