[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাংলাদেশ ব্যাংক হঠাৎ কেন এমন নির্দেশনা দিয়েছিল, তা দেখার বিষয়

প্রকাশঃ
অ+ অ-

ফাহমিদা খাতুন | ফাইল ছবি

পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাটি প্রত্যাহার করার বিষয়টি ভালো উদ্যোগ। এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। পোশাকের নির্দেশনা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছিল।

অফিস–আদালত একটি আনুষ্ঠানিক কর্মকাণ্ডের জায়গা। অফিসের কর্মকর্তা–কর্মচারীরা কী ধরনের মানানসই পোশাক পরবেন, সে বিষয়ে কোনো কোনো জায়গায় মোটাদাগে কিছু নির্দেশনা থাকে। পৃথিবীর বহু দেশে সরকারি প্রতিষ্ঠানে পোশাক–পরিচ্ছদ নিয়ে লিখিত কিছু থাকে না। তবে সেখানে আনুষ্ঠানিক মানানসই পোশাক পরেন কর্মকর্তা–কর্মচারীরা। অনেক সময় ব্যক্তি খাতে বা করপোরেট খাতে পোশাক বিষয়ে নির্দেশনা থাকে।

কিন্তু বিষয়টি স্পর্শকাতর। তাই অনেক অফিসে লিখিত কিছু থাকে না। কিন্তু অলিখিত সুপারিশ ও কর্তৃপক্ষ থেকে প্রত্যাশা থাকে। তবে যাতে ব্যক্তির স্বাধীনতা খর্ব না হয়, সেটিও খেয়াল রাখতে হয়। এটা তো সবাই জানেন যে জিনস, গ্যাবার্ডিন ও স্যান্ডেল—এসব পরে অফিস করা যায় না। বাংলাদেশ ব্যাংকে হয়তো এত দিন এ বিষয়ে লিখিত কোনো নির্দেশনা ছিল না। তাই এখন পোশাক–পরিচ্ছদের নির্দেশনা দেওয়া হয়েছিল।

হয়তো বাংলাদেশ ব্যাংক তার কর্মপরিবেশে কিছুটা আনুষ্ঠানিক ভাব আনার জন্য এমন নির্দেশনা দিয়েছিল।

তবে বাংলাদেশ ব্যাংক হঠাৎ কেন এমন নির্দেশনা দিয়েছিল, তা দেখার বিষয়। এই সংস্থার কর্মকর্তা–কর্মচারীরা এমনিতেই মানানসই পোশাক পরেন। এ ব্যাপারে উচ্চপর্যায়ে কোনো আলোচনা হয়েছে কি না, আমার জানা নেই। এ ব্যাপারে সংস্থার কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে আলাপ–আলোচনা করা হয়েছিল কি না, তা–ও আমরা জানি না। তবে আমার ধারণা, এটি হয়তো শুধু সুপারিশ ছিল, নির্দেশনা নয়। আর এ ধরনের বিষয় কর্তৃপক্ষ থেকে সুপারিশ বা প্রত্যাশা পর্যায়ে থাকলেই ভালো। 

● লেখক: নির্বাহী পরিচালক, সিপিডি 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন