প্রতিনিধি চট্টগ্রাম

শামসুদ্দোহা সিকদার ওরফে আরজু  ছবি: আলোকিত রাঙ্গুনিয়া নামের একটি ফেসবুক আইডি থেকে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজুকে পুলিশের হাতে সোপর্দ করেছে 'কথিত জনতা'। শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকা থেকে তাঁকে ধরে থানা-পুলিশের কাছে তুলে দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি)মো. বাবুল আজাদ। তিনি বলেন, ‘গভীর রাতে আরজুকে স্থানীয় জনতা আটক করে আমাদের কাছে দিয়ে গেছে। তাঁর নামে নগরের কোতোয়ালি থানায় মামলা রয়েছে। ফলে তাঁকে ওই থানায় হস্তান্তর করা হবে।’

আরজু সিকদারের নামে কয়টি ও কী অভিযোগে মামলা রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কোতোয়ালি থানার ওসি আবদুল করিম। জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তাঁর বিরুদ্ধে থাকা মামলার বিষয়টি খতিয়ে দেখছি।’