[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

যমুনায় বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে চরাঞ্চল ও ফসলি জমি

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি সিরাজগঞ্জ

চার দিন ধরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল-টানা ভারী বৃষ্টির কারণে গত চার দিন ধরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানির উচ্চতা বাড়ছে। কাজীপুরের মেঘাইঘাটে ৩৬ এবং শহর-নদী রক্ষা বাঁধ এলাকায় ৩৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

সিরাজগঞ্জের জেলা সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের বেশ কিছু গ্রামে ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এই নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্যে জানা গেছে, সোমবার সকাল ৬টায় শহরের নদী রক্ষার স্থানে যমুনার পানি উচ্চতা ছিল ১০.১৯ মিটার, যা গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার বেড়েছে। নদীর পানি বিপৎসীমার নিচে ২৭১ সেন্টিমিটার অবস্থানে প্রবাহিত হচ্ছে। গত চার দিনে এখানে পানি মোট ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে যমুনার পানি উচ্চতা রেকর্ড করা হয়েছে ১১.৯২ মিটার। গত ২৪ ঘণ্টায় এখানে পানি ৯ সেন্টিমিটার বেড়েছে। পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে ২৮৮ সেন্টিমিটার। চার দিনে মোট ৩৬ সেন্টিমিটার বৃদ্ধি হয়েছে।

সিরাজগঞ্জ বাঘাবাড়ী নদীবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ‘আগামী বুধবার পর্যন্ত যমুনার পানি আরও বাড়তে পারে। দেশের উত্তরে মেঘের অবস্থান ও বৃষ্টিপাত বৃদ্ধির কারণে উজান থেকে নেমে আসা পানির পরিমাণ বাড়তেই থাকবে।’

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ আঞ্চলিক প্রকৌশলী নাজমুল হোসেন বলেন, ‘যমুনার পানি এখনও বিপৎসীমার অনেক নিচে রয়েছে, তাই বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। তবে নদী ভাঙন রোধ এবং বন্যা মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভারী বৃষ্টির কারণে আগামী কয়েক দিনে পানি বৃদ্ধি পেতে পারে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন