[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ কিছু এলাকায় মিছিল

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল ছবি: ভিডিও থেকে সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। পুলিশের সদর দপ্তর থেকে মিছিল ও শোভাযাত্রা না করার কড়া নির্দেশনা থাকলেও সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এসব কর্মসূচি পালন করা হয়।

সোমবার আওয়ামী লীগের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলীয় পেজ থেকে বেশ কয়েকটি মিছিল ও শোভাযাত্রার ভিডিও প্রকাশ করা হয়েছে।

ভিডিও সূত্রে জানা যায়, সোমবার সকালে রাজধানীর পান্থপথ এলাকায় ভোলা জেলা ছাত্রলীগের ব্যানারে প্রথম মিছিলটি বের করা হয়। এরপর দুপুরে পুরান ঢাকায় দক্ষিণ যুবলীগের ব্যানারে আরও একটি মিছিল হয়। বিকালে মিরপুর ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। ওই শোভাযাত্রায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি সংবলিত ফেস্টুন নেতাকর্মীদের হাতে দেখা যায়।

রাজধানীর বাইরেও চট্টগ্রাম, নোয়াখালী, সাভার ও সাতক্ষীরায় মিছিল ও সমাবেশ হয়েছে বলে ভিডিও থেকে জানা গেছে। তবে এসব মিছিলে তুলনামূলকভাবে লোকসংখ্যা কম ছিল।

এর আগে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোথাও যেন মিছিল বা সমাবেশ না হয়, সে জন্য পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব পুলিশ ইউনিটকে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছিল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন