সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি, তবে...
নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
| সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির সালাহউদ্দিন আহমদ | ছবি: পদ্মা ট্রিবিউন |
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এ প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। তবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে কোনো নতুন আইন করার প্রস্তাব মেনে নিতে রাজি নয় দলটি।
আজ বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। সংলাপের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, 'একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন—এ বিষয়ে বিএনপি আগেই সম্মতি জানিয়েছে। এখানে নতুন কিছু নেই।'
গত রোববার কমিশনের আলোচনায় প্রধানমন্ত্রিত্বের মেয়াদ নির্ধারণ নিয়ে আলোচনা হয়। বিএনপি, এনডিএম ও বিএলডিপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো তখনই ১০ বছরের সীমার পক্ষে মত দেয়। আজ বিএনপিও তাদের অবস্থান স্পষ্ট করেছে।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, গতকাল রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ।
বৈঠকে সিদ্ধান্ত হয়, এক ব্যক্তি যেন ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন না করতে পারেন, সে লক্ষ্যে সংবিধানে সুনির্দিষ্ট বিধান যুক্ত করা প্রয়োজন। তবে বিএনপি মনে করে, ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)’ গঠনের মতো প্রস্তাব সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই এ ধরনের উদ্যোগকে দলটি সমর্থন করবে না।

Comments
Comments