নিজস্ব প্রতিবেদক ঢাকা

 রাজধানীর নির্বাচন ভবনে সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়  | ছবি: পদ্মা ট্রিবিউন  

জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার ব্যবহারে পুরোপুরি নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নতুন করে বিলবোর্ড ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি ২০২৫-এর খসড়া চূড়ান্ত করে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ | ছবি: পদ্মা ট্রিবিউন  

সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনী পোস্টার নিষিদ্ধ করা হয়েছে। তবে প্রচারে বিলবোর্ড ব্যবহারের সুযোগ থাকছে।’ 

তিনি আরও জানান, 'সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে কমিশনের পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।'

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনের সভাকক্ষে শুরু হয় বৈঠক। সংসদ নির্বাচনে দল ও প্রার্থীদের আচরণবিধি এবং আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে আলোচনা হয় এতে।

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।