[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মৌলভীবাজারে রাতে সড়কে গাছ ফেলে যানবাহনে ঘণ্টাব্যাপী ডাকাতি, আহত অন্তত ২০

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি মৌলভীবাজার

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক | ছবি: পদ্মা ট্রিবিউন

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাগড়াবাড়ি এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে লাউয়াছড়া বনের ভেতরে ওই স্থানে গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে একদল ডাকাত। এরপর এক ঘণ্টার বেশি সময় ধরে বিভিন্ন যানবাহনে লুটপাট চালায় তারা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্রসহ সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপভ্যান থামিয়ে চালক ও যাত্রীদের মারধর করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ডাকাতির ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন—ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া ও তাহমিদ।

শ্রীমঙ্গল উপজেলার ভুক্তভোগী ওয়াজিদ মিয়া ও অপু দাস জানান, 'কমলগঞ্জ থেকে প্রাইভেটকারে করে ফেরার পথে বাগড়াবাড়ি এলাকায় ডাকাত দলের কবলে পড়েন তারা। অস্ত্রের মুখে জিম্মি করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।'

আরেক ভুক্তভোগী ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, 'ডাকাতরা অস্ত্র দেখিয়ে আমার মোবাইল ফোন ও টাকা নিয়ে গেছে।' 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুজ্জামান জানান, 'হাসপাতালে আনা আটজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার পর তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।' 

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই ডাকাতরা পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।' 

তিনি জানায়, 'সড়কে ফেলে রাখা গাছ সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।'

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন