[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গাজীপুরে কারখানার পানি পান করে অসুস্থ ৯০ শ্রমিক, ছুটি ঘোষণা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি গাজীপুর

গাজীপুরে একটি কারখানায় পানি পান করে অসুস্থ হয়ে পড়া প্রায় ৯০ শ্রমিককে তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে  | ছবি: পদ্মা ট্রিবিউন 

গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকায় একটি কারখানায় পানি পান করে প্রায় ৯০ জন শ্রমিক অসুস্থ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে সাইনবোর্ডের রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানাটিতে এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন 

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে কারখানায় যান শ্রমিকেরা। বেলা ১১টার দিকে টিফিনের বিরতিতে কারখানার পানি পান করলে প্রায় ৯০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময়ে অন্য শ্রমিকেরা তাঁদের স্থানীয় তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর কারখানাটিতে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, কারখানার পানি পান করে ৮০ থেকে ৯০ জন শ্রমিক অসুস্থ হন। অসুস্থদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর কারখানাটিতে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস চৌধুরী বলেন, কারখানার পানি পান করার পর থেকে কারখানার ৬২ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ওই ঘটনার পর শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। চিকিৎসকেরা বলেছেন, এটি পানিবাহিত রোগ। তবে ধীরে ধীরে সবাই সুস্থ হয়ে উঠছেন। এ ঘটনার পর কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন