[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ঝামেলা, , এনসিপি নেতাসহ আহত ৫

প্রকাশঃ
অ+ অ-

পদ্মা ট্রিবিউন ডেস্ক

সংঘর্ষ প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে ব্যক্তিমালিকানাধীন জমির ওপর রাস্তার নির্মাণকাজকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এনসিপির নেতাসহ ৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন এনসিপি উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নুহু ইসলাম (৩৪) ও তাঁর বাবা রফিকুল ইসলাম (৭০), জমিটির মালিক মুরাদ হোসেন (৯২), তাঁর ছেলে সেলিম হোসেন (৩৩) ও সেলিমের স্ত্রী (২৮)। মুরাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকি ৪ জনকে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, শ্রীরামপুর গ্রামে মুরাদ হোসেনের ব্যক্তিগত জমির ওপর দিয়ে অনেক আগে থেকেই পায়ে চলার একটি কাঁচা রাস্তা আছে। সম্প্রতি এনসিপির দলীয় ফান্ড থেকে আর্থিক সহায়তা নিয়ে ওই রাস্তায় ইট বিছানোর কাজ করতে যান নুহু ইসলাম। তবে এতে বাধা দেন মুরাদ। বিষয়টি নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ওই ৫ জন আহত হন।

নুহু ইসলাম বলেন, ‘আমাদেরসহ আরও কয়েকটি বাড়িতে চলাচলের রাস্তাটি কাঁচা। বৃষ্টি হলেই এতে কাদা জমে। দলীয় ফান্ড থেকে সহায়তা নিয়ে সেখানে ইট বিছানোর কাজ করতে গেলে মুরাদ হোসেন ও তাঁর পক্ষের লোকজন হামলা করে বাবা ও আমাকে জখম করেছেন।’

অন্যদিকে মুরাদ হোসেনের ছেলে আব্দুল হাই অভিযোগ করে বলেন, ‘আমাদের ব্যক্তিগত জমি দিয়ে পায়ে চলার রাস্তা দিয়েছি। সেটি পাকা করে দখলের চেষ্টা করছিলেন নুহুরা। বাবা নিষেধ করতে গেলে তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে বাবা, ভাই ও ভাবিকে গুরুতর জখম করেছে। আব্বার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।’

এ বিষয়ে উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিয়েছে বলে জানান বড়াইগ্রাম ওসি গোলাম সারওয়ার। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন