[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বগুড়ায় নিখোঁজ ঢাবির সাবেক শিক্ষার্থীর লাশ মিলল লেকে

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি বগুড়া

হাসিন রাইহান সৌমিক | ছবি: সংগৃহীত

বগুড়ায় নিখোঁজের তিন দিন পর এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্টেশন বোট ক্লাবের লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই যুবকের নাম হাসিন রাইহান ওরফে সৌমিক (৩০)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার কোহিনূর গার্ডেনের বাসিন্দা তৌফিকুর রহমানের ছেলে। তাঁদের গ্রামের বাড়ি জেলার সোনাতলা উপজেলার আগুনাতাইড় গ্রামে।

গত বৃহস্পতিবার রাত থেকে হাসিন রাইহান নিখোঁজ ছিলেন। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন।

শাজাহানপুর থানার ওসি বলেন, হাসিন রাইহান নিখোঁজের ঘটনায় গত শুক্রবার তাঁর বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাঁর সন্ধান চেয়ে থানায় বার্তা পাঠানো হয়েছিল। আজ সকাল সোয়া ৯টার দিকে মাঝিড়া ক্যান্টনমেন্টের বি-ব্লক এলাকার স্টেশন বোট ক্লাবের লেকে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে হাসিন রাইহানের স্বজনেরা লাশ দেখে পরিচয় নিশ্চিত করেন।

ওসি শফিকুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এখন পর্যন্ত হত্যার কোনো আলামতও মেলেনি।

হাসিনের মা আনজুমান আরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর ছেলে। বগুড়ায় তাঁর তেমন কোনো বন্ধু নেই। স্মার্টফোন বা ফেসবুক আইডিও নেই। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে হাঁটতে বের হন। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর কাছে থাকা বাটন ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। আত্মীয়স্বজন, পরিচিতজনদের কাছে খোঁজ করেও না পাওয়ায় সদর থানায় জিডি করা হয়।

সদর থানার ওসি হাসান বাসির বলেন, হাসিনের নিখোঁজের ঘটনায় তাঁর বাবা থানায় জিডি করলে সন্ধান চেয়ে থানায় থানায় বার্তা পাঠানো হয়। তিন দিনের মাথায় তাঁর লাশ উদ্ধার হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন