১৭ বছর পর দুর্গাপুরে উপজেলা বিএনপির সম্মেলন, নতুন নেতৃত্ব গঠন
প্রতিনিধি নেত্রকোনা
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার কলেজ রোড এলাকায় অডিটরিয়ামে শনিবার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ বছর পর গতকাল শনিবার পৌরসভার কলেজ রোড এলাকার অডিটরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যায় কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা কমিটির সভাপতি পদে জহিরুল আলম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে আবদুল আওয়াল নির্বাচিত হয়েছেন। আর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন হারেজ গনি। দুটি কমিটিরই সভাপতি পদে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁরা আগের কমিটির আহ্বায়ক ছিলেন। আর সাধারণ সম্পাদকেরা আগের কমিটির সদস্যসচিব ছিলেন।
সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। পরে জহিরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম হিলালী। পরে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সবার মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা বলা হয়েছে।
বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, ‘বিগত স্বৈরাচার সরকারের কারণে আমরা দুর্গাপুরে সম্মেলন করতে পারিনি। তারা আমাদের নেতা-কর্মীদের ওপর মামলা-হামলা করে নানা অত্যাচার-নির্যাতন করেছে। তাদের অত্যাচারে অসংখ্য মামলার হুলিয়া মাথায় নিয়ে নেতা-কর্মীদের পালিয়ে বেড়াতে হয়েছে। আশা করি, গণতান্ত্রিক পদ্ধতিতে এই সম্মেলনের মাধ্যমে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।’
একটি মন্তব্য পোস্ট করুন