আমিরাতে মহররমের চাঁদ দেখা গেছে, ৫ জুলাই আশুরা
ধর্ম বিষয়ক প্রতিবেদক ঢাকা
![]() |
| গ্রাফিক: পদ্মা ট্রিবিউন |
সংযুক্ত আরব আমিরাতের আকাশে ১৪৪৭ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার থেকে নতুন হিজরি বছর শুরু হচ্ছে। সেই হিসাবে পবিত্র আশুরা পালিত হবে আগামী ৫ জুলাই, শনিবার।
বুধবার দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেয় আমিরাতের ধর্ম মন্ত্রণালয়। চাঁদ দেখার পর সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাকসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই হিজরি নতুন বছর শুরু হয়েছে।
মহররম মাসের ১০ তারিখ, অর্থাৎ আশুরা, মুসলিমদের কাছে এক গুরুত্বপূর্ণ দিন। কারবালার করুণ ঘটনার স্মরণে এ দিনটি শোক, প্রার্থনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.) এ দিনেই কারবালার প্রান্তরে শহীদ হন।
তবে আশুরার তাৎপর্য শুধু কারবালাতেই সীমাবদ্ধ নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনেই আসমান-জমিন সৃষ্টি হয়, হজরত আদম (আ.)-এর সৃষ্টি হয়, এবং অনেক নবী কঠিন বিপদ থেকে রক্ষা পান। ফলে দিনটি ইসলামী ঐতিহ্যে গভীরভাবে স্মরণীয়।

Comments
Comments