[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আম রপ্তানি ও শ্রমবাজারে সহযোগিতার আশ্বাস ইইউ রাষ্ট্রদূতের

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার | ছবি: পদ্মা ট্রিবিউন

বাংলাদেশ থেকে আম রপ্তানি ও শ্রমবাজারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, 'ইউরোপের বাজারে রাজশাহীর আমের ভালো সম্ভাবনা রয়েছে।'

বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, রাজশাহীর আমের সুখ্যাতি এখন শুধু দেশে নয়, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। তিনি মনে করেন, ইউরোপের বাজারে এই আমের ভালো চাহিদা তৈরি হতে পারে।

তিনি বলেন, ‘শুধু আম নয়, রাজশাহী অঞ্চলের আরও অনেক কৃষিপণ্য রয়েছে, যেগুলোর মান আন্তর্জাতিক বাজারে বিক্রি উপযোগী। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে ইউরোপীয় দেশগুলোর জোট আমাদের পাশে থাকতে আগ্রহী।’

তিনি আরও বলেন, রাজশাহী চেম্বার অব কমার্সের সঙ্গে এরই মধ্যে একটি ভালো আলোচনা হয়েছে। এতে দুই অঞ্চলের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়বে বলে তিনি আশা করছেন।

বাংলাদেশের রাজনীতি ও জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। দেশটির ভবিষ্যৎ কী হবে, তা এখানকার জনগণই ঠিক করবেন। কে নেতৃত্বে আসবেন, সেই সিদ্ধান্তও তাঁদের। একজন কূটনীতিক হিসেবে এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

রাজশাহী শহরের পরিবেশ ও গঠনের প্রশংসা করে মাইকেল মিলার বলেন, ‘শহরটি খুব সুন্দর ও পরিপাটি। এখানকার মানুষের আন্তরিকতা আর আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন