প্রতিনিধি নাটোর

স্ত্রীর তালাক দেওয়ার নোটিশ হাতে পাওয়ার পর দুধ দিয়ে গোসল করেন শাকিল মন্ডল। রোববার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন

শাকিল মন্ডল (৩২) ভালোবেসে ১৪ বছর আগে বিয়ে করেছিলেন। শাকিলের ভাষ্য, স্ত্রীর সঙ্গে সংসার জীবনে তাঁর টানাপোড়েন চলছিল। আজ রোববার সকালে হঠাৎ করে স্ত্রীর দেওয়া তালাকের নোটিশ হাতে পান তিনি। সেই থেকে মানসিক যন্ত্রণায় ছটফট করছিলেন। একপর্যায়ে বাজার থেকে তিনি এক মণ দুধ কিনে আনেন এবং সেই দুধ দিয়ে গোসল করেন।

আজ দুপুর একটার দিকে ঘটনাটি ঘটেছে। শাকিলের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামে। তিনি পেশায় চা বিক্রেতা। মাধনগর বাজারে তাঁর চায়ের দোকান আছে।

অন্তত চারজন প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানা যায়, এই দম্পতি পূর্ব মাধনগরে রেলের জমিতে বসবাস করতেন। শ্বশুর না থাকায় শাশুড়িও একই বাড়িতে থাকতেন। স্ত্রী একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

শাকিলের ভাষ্য, শাশুড়ির উসকানিতে স্ত্রী প্রায় সময় তাঁর সঙ্গে ঝগড়া করতেন। সংসারে অশান্তি লেগেই থাকত। দুজনই সম্পর্কের ইতি টানতে চাইতেন। কিন্তু কে তালাক দেবেন, তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারতেন না। অবশেষে স্ত্রী নিজেই তাঁকে (শাকিল মন্ডল) তালাক দেন। আজ সকালে তালাকের নোটিশ হাতে পেয়ে তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। এমন অবস্থায় কাউকে কিছু না বলে তিনি বাজার থেকে এক মণ গরুর দুধ কিনে আনেন এবং সেই দুধ দিয়ে গোসল করেন।

শাকিলের স্ত্রী বলেন, সংসারে বনিবনা হচ্ছিল না। এ জন্য তাঁর মা বা অন্য কেউ দায়ী নন। তিনি নিজেই আইনের আশ্রয় নিয়ে বিবাহবিচ্ছেদ করেছেন। আর শাকিল মন্ডল বলেন, ‘স্ত্রীর তালাকের নোটিশ পেয়ে প্রথমে খুবই অশান্তি লাগছিল। পরে দুধ দিয়ে গোসল করে শান্তি পাইছি।’