[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রেলের জমিতে অস্থায়ী মণ্ডপ, ‘উচ্ছেদ’ প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

অবৈধ স্থাপনা উচ্ছেদে রেলওয়ের অভিযান। রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে | ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলের জমি থেকে অস্থায়ী পূজা মণ্ডপ উচ্ছেদ করা হয়েছে। তবে এ অভিযান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে রেলপথ মন্ত্রণালয়।

আজ শুক্রবার এক বিবৃতিতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, গত বছর দুর্গাপূজার সময় কয়েকজন ব্যক্তি কোনো অনুমতি ছাড়াই খিলক্ষেতের রেলভূমিতে একটি অস্থায়ী মণ্ডপ নির্মাণ করেছিলেন। পরে পূজা অনুষ্ঠানের স্বার্থে শর্তসাপেক্ষে মণ্ডপ স্থাপনের অনুমতি দেওয়া হয়। শর্ত ছিল, পূজা শেষ হলে মণ্ডপটি সরিয়ে নিতে হবে।

বিবৃতিতে ফাওজুল কবির বলেন, ‘আয়োজকেরা পূজা শেষে মণ্ডপ সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রাখেননি। বরং সেখানে স্থায়ী মন্দির গড়ার চেষ্টা চলতে থাকে। বহুবার সরিয়ে নিতে বলা হলেও তারা কর্ণপাত করেননি।’

তিনি আরও বলেন, ‘জনস্বার্থে এবং রেলের জমি দখলমুক্ত রাখতে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে বৃহস্পতিবার অস্থায়ী মণ্ডপ সরানো হয়েছে।’

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্ছেদ অভিযানে প্রথমে শতাধিক দোকান, রাজনৈতিক দলের কার্যালয়, কাঁচাবাজার এবং সবশেষে অস্থায়ী মণ্ডপ সরানো হয়। প্রতিমা যথাযোগ্য মর্যাদায় বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে।

রেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানো বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন