[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কিশোরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ডাকাতি হয় বলে দাবি ভুক্তভোগীদের | ছবি: পদ্মা ট্রিবিউন  

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদী এলাকার বিএডিসি কোল্ডস্টোরেজ–সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের বরাতে ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দেশি অস্ত্র নিয়ে ওই বাড়িতে ঢোকে। তারা একতলা বাড়ির চারটি ইউনিটের প্রতিটি কক্ষে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। তারা প্রতিটি ইউনিটের দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মির পর একটি কক্ষে বন্দী করে রাখে। এরপর প্রতিটি কক্ষের আলমারি ও ওয়ার্ডরোব ভেঙে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। সেই সঙ্গে আসবাব ভাঙচুরসহ অন্যান্য জিনিসপত্র তছনছ করে।

ওই বাড়ির এক ভাড়াটে ও স্থানীয় বাজারের মোবাইল ব্যাংকিং এজেন্ট রাসেল মিয়া বলেন, গভীর রাতে চার থেকে পাঁচজন মুখে কাপড় বাঁধা অস্ত্রধারী তাঁর ঘরে ঢুকে প্রথমে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা ঘরে থাকা মোবাইল ব্যাংকিংয়ের ৩ লাখ ৫৪ হাজার টাকা ও স্ত্রীর স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। ডাকাত দল অন্যদের ঘরে ঢুকে লোকজনকে জিম্মি করে টাকাসহ স্বর্ণালংকার লুট করেছে।
স্থানীয় বাসিন্দা আমির উদ্দিন বলেন, একতলা বাড়িতে চারটি ইউনিটে মালিক ও তিন ভাড়াটে পরিবার থাকে। ডাকাতেরা সব ইউনিটের দরজা ভেঙে মালামাল লুট করে কাভার্ড ভ্যানে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ডাকাত দলের সদস্যদের হাতে মারধরের শিকার হয়ে আহত হন বাড়ির মালিক ইছাম উদ্দিন (৭০)। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ইছাম উদ্দিন দাবি করেন, ডাকাতেরা তাঁর কাছ থেকে চার লাখ টাকা লুট করে নিয়েছে। সবার কাছ থেকে সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে তারা। এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নেবেন।

পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রুত তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন