[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুমিল্লায় সনাতন সম্প্রদায়ের প্রতিবাদ মিছিল

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি কুমিল্লা

 

ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে কুমিল্লা নগরীতে সংখ্যালঘু ঐক্য মঞ্চের বিক্ষোভ মিছিল। ২৯ জুন, ২০২৫ | ছবি: পদ্মা ট্রিবিউন   

কুমিল্লার মুরাদনগরে এক তরুণীকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার বিকেল ৫টার দিকে কুমিল্লা নগরীর রাণীর বাজার রামঠাকুর আশ্রম থেকে ‘সংখ্যালঘু ঐক্য মঞ্চ’-এর ব্যানারে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে কান্দিরপাড়ের পূবালী চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া প্রতিবাদকারীরা ‘আমার বোন ধর্ষিতা কেন, প্রশাসন জবাব চাই’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকের ফাঁসি দে’ ইত্যাদি স্লোগান দেন।

পূবালী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কুমিল্লা জেলা সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, আইনজীবী বিকাশ সাহা, অমল দত্তসহ আরও অনেকে।

বক্তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনায় শুধু নিন্দা নয়, দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা ও সহায়তা দেওয়ার দাবিও জানান তাঁরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন