[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পররাষ্ট্র সচিব হলেন আসাদ আলম সিয়াম

প্রকাশঃ
অ+ অ-

আসাদ আলম সিয়াম  | ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। আদেশটি ২১ জুন (শুক্রবার) থেকে কার্যকর হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রণালয়জুড়ে পরিবর্তনের ধারাবাহিকতায় এক মাসের মাথায় পররাষ্ট্র সচিবের দায়িত্ব পান জসীম উদ্দিন। তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। গত বছরের ৮ সেপ্টেম্বর তিনি সচিবের দায়িত্ব নেন। ২০২৬ সালের ডিসেম্বর মাসে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

তবে আট মাস পার না হতেই চলতি বছরের মে মাসে জসীম উদ্দিনকে ওই পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর ২২ মে থেকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন রুহুল আলম সিদ্দিকী।

পঞ্চদশ বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আসাদ আলম সিয়ামকে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ডিসেম্বরে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। এর আগে তিনি ফিলিপিন্স ও অস্ট্রিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। বিদেশে বাংলাদেশের মিশনগুলোর তদারকির দায়িত্বে থাকা ‘ইন্সপেক্টর জেনারেল অব মিশনস’ পদেও ছিলেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি প্রধান প্রটোকল কর্মকর্তা এবং ফরেন সার্ভিস একাডেমির রেক্টরের দায়িত্বও সামলেছেন। মন্ত্রণালয়ে ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের দপ্তরে পরিচালক হিসেবেও কাজ করেছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন