প্রতিনিধি জামালপুর
![]() |
কুপিয়ে হত্যা | প্রতীকী ছবি |
জামালপুরের ইসলামপুর উপজেলার জিগাতলা এলাকায় নিজ বাড়ির উঠানে দুবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুলিকান্দি ইউনিয়নের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউপি সদস্যের নাম আবদুর রহিম খন্দকার (৫০)। তিনি কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন।
পরিবারের লোকজনের ভাষ্য, একদল দুর্বৃত্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে রহিমকে ঘর থেকে বের করেন। এরপর বাড়ির উঠানে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউপি সদস্য পরিবারের সঙ্গে ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ একদল দুর্বৃত্ত বাড়ির উঠানে গিয়ে তাঁকে ডাকতে থাকেন। এ সময় তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেন। পরে তিনি ঘর থেকে বের হন। সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয়। তাঁর মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা চলে যান। আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুলকান্দি ইউপির চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, আবদুর রহিম দুবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কিন্তু দুর্বৃত্তরা কেন নির্মমভাবে তাঁকে হত্যা করেছে, বিষয়টি এলাকার কেউ বলতে পারছেন না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুর্বৃত্তদের শাস্তির দাবি জানান তিনি।
সলামপুর থানার ওসি আ স ম আতিকুর রহমান বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন আছে।