পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তি
প্রতিনিধি পাবনা
| ধর্মঘটের কারণে পাবনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ। যানবাহনগুলো টার্মিনালে সারি ধরে দাঁড়িয়ে। শুক্রবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন |
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবহন শ্রমিকদের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে পাবনার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পাবনা-ঢাকা রুটে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। অনেকে টার্মিনালে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাস না পেয়ে ফিরে যাচ্ছেন।
পাবনা জেলা মোটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু জানান, 'পাবনা মোটর মালিক গ্রুপ, বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়নের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত পরিবহন বন্ধ থাকবে বলেও জানান তিনি।'
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ হোসেন বলেন, 'শাহজাদপুরে আমাদের গাড়িগুলোকে প্রায়ই আটকানো হয়, চালকদের গালাগাল ও মারধর করা হয়। ২৫ জুন নবীন বরণ পরিবহনের একটি বাস নিয়ম ভেঙে আগে ছাড়ে। তখন আমাদের একজন কর্মী বাধা দিলে তাকে মারধর করা হয়।'
তিনি আরও বলেন, 'আমরা বারবার ধৈর্য ধরেছি। আগেও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছিল। কিন্তু আবারও তারা ঝামেলা শুরু করেছে। তাই বাধ্য হয়েই এই কর্মসূচি।'
পাবনা মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা বলেন, 'ঘটনা নতুন নয়। বারবার একই সমস্যা হচ্ছে। এবারও আমাদের একাধিক কর্মী আহত হয়েছেন। প্রশাসন সঠিক পদক্ষেপ না নিলে আমরা বাস চালাতে পারব না।'
তিনি অভিযোগ করেন, 'শাহজাদপুরের কিছু পরিবহন চালক ও শ্রমিক নিজেদের ইচ্ছামতো চলাফেরা করেন, কারও নিয়ম মানেন না। এতে প্রতিনিয়ত সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।'
একটি মন্তব্য পোস্ট করুন