[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শব্দকুঠির আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্‌যাপন

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

রবীন্দ্রনাথ ঠাকুর (বাঁয়ে) ও কাজী নজরুল ইসলাম

রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম দুজনেই বাংলা সাহিত্যকে নানাভাবে সমৃদ্ধ করেছেন। সাহিত্যের প্রায় সব শাখাতেই তাঁদের বিচরণ দেখা যায়। রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে শব্দকুঠি সাহিত্য অঙ্গনের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউদ্দিন স্টালিন এসব কথা বলেন।

শনিবার রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে শব্দকুঠি সাহিত্য অঙ্গনের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়। আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা আবৃত্তির আয়োজন ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান। আলোচনায় তিনি বলেন, নজরুলকে অনেকে রবীন্দ্রনাথের কাছে সাধারণের মতো করে উপস্থাপনের চেষ্টা করেন। কিন্তু রবীন্দ্রনাথ জানতেন নজরুল কত বড় কবি। নজরুলকে তিন/// যুগের কণ্ঠস্বর হিসেবে মূল্যায়ন করতেন। আর রবীন্দ্রনাথ তো মৃত্যুর আগপর্যন্ত বাংলা সাহিত্যের জন্য অবদান রেখে গেছেন।

অনুষ্ঠানে রবীন্দ্র-নজরুলকে নিয়ে অধ্যাপক রাশেদ চৌধুরী, হরষিত বালা, কবি শাহীন রেজা, লেখক ও সাংবাদিক আশফাকুজ্জামান, কবি আতিয়ার রহমানসহ আরও অনেকে আলোচনা করেন।

অনুষ্ঠানে গান গেয়ে শোনান নন্দিত সংগীতশিল্পী তিমির নন্দী। এ ছাড়া নীলিমা শীল, তুলি খান ও শ্রেয়সী মজুমদার অনুষ্ঠানে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।

কবিতা আবৃত্তি করেন কবি রোকসানা রহমান, ফারজানা এলি, ঝর্না রহমান, আয়শা জাহান নূপুর, অনিতা দাশ, শরীফ খান দীপ, লিন্ডা আমীন, খলিলুর রহমান, সেলিনা শেলী, লিলি হক, ইকবাল হোসেন, ফরিদুজ্জামানসহ আরও অনেকে। নাচ পরিবেশন করেন শ্রেয়সী মজুমদার।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শব্দকুঠির প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক রোকসানা রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শব্দকুঠির মিডিয়া সম্পাদক অনিতা দাস।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন