ছবি: এআই দিয়ে তৈরি মেট্রোরেলে চড়তে আমার লাগছে ভীষণ ভালো! বাতাস কেটে চলছি, মনে নানান রঙের আলো। স্বপ্নগাড়ি চলছে ছুটে যানজটের এই শহরে এ গাড়িতে চড়তে মজা ছয়টা বগির বহরে। আসছে ভেসে মিষ্টি কণ্ঠ, বলছে নিয়মকানুন মেট্রোরেলে চড়ার ছন্দ সঠিকভাবে জানুন। নামব আগে, উঠব পরে, এটা হলো রুল তবু কেন তোমরা সবাই বাধাও হুলুস্থুল! হাতল ধরে ঝুলে আছি দুলছি সবাই আহা! হাসতে গিয়ে পড়েই গেল তন্বী, তুয়া, তাহা। জানলা দিয়ে রই তাকিয়ে, মনটা বড় অবুঝ পড়ছি আকাশ, পড়ছি বাতাস, পড়ছি পাতার সবুজ। উঁচু উঁচু দালান দেখি, দেখি রাস্তাঘাট নিচ দিয়ে সব চলছে গাড়ি, খোলা দোকানপাট। ছাদবাগানে পাতার বা…
নিজস্ব প্রতিবেদক: কবি আসাদ চৌধুরী আর নেই। কানাডার টরন্টোর একটি হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কবি আসাদ চৌধুরীর ছোট ছেলে জারিফ চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন। জারিফ চৌধুরী টরন্টো থেকে হোয়াটসঅ্যাপে বলেন, ‘টরন্টোর আসোয়া লেকরিচ হাসপাতালে আব্বার মৃত্যু হয়। স্থানীয় সময় গতকাল বুধবার দিবাগত রাত তিনটায় তিনি মারা যান।’ কবি আসাদ চৌধুরীর দুই ছেলে ও এক মেয়ে। তাঁরা সবাই এখন টরন্টোয় আছেন বলে জানান জারিফ চৌধুরী। প্রথম কবিতার বই ‘তবক দেওয়া পান’–এ পরিচিতি পান কবি আসাদ চৌধুরী। ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। ২০১৩ সাল…