কোরবানির গরু বেচতে হাটে যাচ্ছিলেন, পথে গাড়ি উল্টে ব্যবসায়ীর মৃত্যু
প্রতিনিধি বাগমারা
![]() |
| সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি |
রাজশাহীর বাগমারার তাহেরপুরে কোরবানির গরু বিক্রির জন্য ভটভটিতে করে পাবনায় যাওয়ার পথে সাজেদুর রহমান (৩৪) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকাল নয়টার দিকে তাহেরপুরের বুড়ির বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদুর রহমান রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মকছেদ আলীর ছেলে। পেশায় তিনি মুদিদোকানি হলেও পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতিবছর গরু পালন করে তা বিক্রি করতেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, তিনটি গরু নিয়ে সাজেদুর রহমান ভটভটিতে করে পাবনার আতাইকুলা হাটে যাচ্ছিলেন। ভটভটির সামনের অংশে তিনি বসা ছিলেন। তাহেরপুরের বুড়ির বাড়ি মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং ভটভটি উল্টে যায়। এতে সাজেদুর গাড়ির নিচে চাপা পড়েন। গরুগুলোও আঘাতপ্রাপ্ত হয়। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, সাজেদুরের গোপালপুর বাজারে মুদিদোকান আছে। কয়েক বছর ধরে ব্যবসার পাশাপাশি বাড়িতে গরু পালন করে কোরবানির ঈদের আগে বিক্রি করে ভালো লাভ পেতেন। ভালো দামের জন্য ঢাকা, পাবনাসহ বড় বড় হাটে গরু নিয়ে যেতেন। এবার পাবনায় যাওয়ার সময় দুর্ঘটনায় তিনি মারা গেলেন।
তাহেরপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক সোহায়েল রানা বলেন, আজ সকালে ঘটনাটি ঘটেছে। পুলিশ খবর পেয়েছে।

Comments
Comments