[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

৫ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ, টেলিযোগাযোগসেবা বিঘ্নিত

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

টেলিযোগাযোগ প্রতীকী ছবি 

বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারা দেশে টেলিযোগাযোগসেবা বিঘ্নিত হচ্ছে। বিদ্যুৎ–বিভ্রাটের ফলে পাঁচ হাজারের বেশি বেজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) বন্ধ হয়ে গেছে, যা মোবাইল টাওয়ার নামে পরিচিত।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ শুক্রবার সকাল ১০টার দিকে তাঁর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

গতকাল বৃহস্পতিবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকায় গতকাল থেকে প্রবল বর্ষণ চলছে। গভীর নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। আজ এটি লঘুচাপে পরিণত হবে। অর্থাৎ আজকের মধ্যেই এর শক্তি অনেকটাই কমে আসবে। তবে এর প্রভাবে আজ দিনভর বৃষ্টি হবে। আগামীকাল শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে আজ দেশের অন্তত পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, নিম্নচাপজনিত ঝড়-জলোচ্ছ্বাসে, বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারা দেশে টেলিযোগাযোগসেবা বিঘ্নিত হচ্ছে। টেলিযোগাযোগ নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে নিরলসভাবে কাজ করছেন পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগসেবার কর্মীরা।

বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলে মারাত্মক প্রভাব পড়ার কথা ফেসবুক পোস্টে জানিয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন